রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৯ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ বাবু(২৫), মোঃ মোক্তার(৩৮), মোঃ নাসিম(২৩), মোঃ রজব আলী(৪৫), মোঃ রেজাউল(৪৫), মোঃ মমিন ইসলাম(৩০), মোঃ জামিরুল(৪৭), মোঃ স্বপন পলাশ(২৮) ও মোঃ মিজান(৩৮) ।
আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর ২০২১ রাত পৌনে ৮ টায় গোয়েন্দা পুলিশের এসআই মোঃ শামিনুল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দামকুড়া থানার জাংগালপাড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।