মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলার কমিনিউনিটি পুলিশিং এর আয়োজনে মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস,বাল্য বিবাহ,ইভটিজিং নারী ও শিশু নির্যাতন বিরোধী কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় কেশরহাট পৌরসভা হল রুমে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনর্চাজ (ওসি) এসএম আবুল কাশেম আজাদ। প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌর প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং । বিশেষ অতিথি ছিলেন সি,সি ও অফিসার,রেঞ্জ ডি আই জি-র কার্যালয় উপ-পুলিশ পরিদর্শক আয়নাল হক, কাউন্সিলর সাবের আলী, জোসনা বেগম গিয়াস উদ্দিন, মোবারক হোসেন টাইগার, মোমেনা বেগম,কফিল উদ্দিন, খন্দকার আলালুর রহমান, শফিকুল ইসলাম, রোকমত জামান টিটু, মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, পৌর সভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন কমিনিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও সাধারন জনগণের মাঝে পারস্পারিক আস্থা ও সম্পর্কের সেতুবন্ধন তৈরী হচ্ছে। কমিনিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সর্ম্পকের দুরত্ব করছে।আর কমিনিউনিটি পুলিশিং এর মাধ্যমে এটি সম্ভব হচ্ছে।জঙ্গীবাদ ও সন্ত্রাস মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার কমিনিউনিটি পুলিশিং এর অবদান হতে হবে সবচেয়ে বেশি। অনুষ্ঠান পরিচালা করেন এস আই ওসমান গণি ও দোলোয়ার হোসেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ