1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সেরা করদাতা নির্বাচিত পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

সেরা করদাতা নির্বাচিত পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এবার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শ ড. বেনজীর আহমেদ । ২০২০-২১ করবছরে জাতীয় রাজস্ব বোর্ড ও কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ড. বেনজীর আহমেদকে দীর্ঘমেয়াদি সেরা করদাতা হিসেবে ভূষিত করা হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি জানান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই আইজিপি ড. বেনজির আহমেদ সরকারকে কর দিচ্ছেন। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর দিয়ে আসছেন।

কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয় তাকে। পুরস্কারের মধ্যে রয়েছে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী।

ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এক অনুষ্ঠানে বুধবার (২৪ নভেম্বর) এ সম্মাননা দেওয়া হয়। আইজিপি দেশে না থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST