রাজশাহী-৩ আসনের সাংসদ পত্নী রাবি শিক্ষিকা এলিনা আক্তার পলি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে চাঁদাবাজির অভিযোগে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ধামিন নওগাঁ গ্রামের হাফিজুলের ছেলে মোস্তাকিন (২৩) কে আটক নিয়ে নানা রহস্যে সৃষ্টি হয়েছে । জানা গেছে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় এলিনা আক্তার পলি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের স্ত্রী। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রথমে এলিনাকে জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হলে রাত ১২ টার দিকে আইসিইউতে নেয়া পলির অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে, অবস্থার উন্নতি হতে সময় লাগবে। রাতে হাসপাতালে সংসদ সদস্য আয়েন উদ্দিন ফোন করে জানান তার এক রোগী ৫০টি ঘুমের ওষুধ খেয়েছে। এটা তার স্ত্রী একথা আয়েন উদ্দিন বলেননি। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ৫০টি ট্যাবলেট খাননি। তবে অন্তত ২০ টি ট্যাবলেট খেয়ে থাকতে পারেন।’ এ ব্যাপারে সাংসদ আয়েন উদ্দিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার স্ত্রীকে ইন্টারনেট থেকে ফোন করে একটি ছেলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। নয়তো আমার বাচ্চাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। পরে টেনশনে আমার স্ত্রী ঘুমের ওষুধ খেয়ে আমাকে ফোন করে। আমি তখন মোহনপুরে নিজ নির্বাচনি এলাকায় ছিলাম।
ঘুমের ওষুধ খেয়ে সে মাথা ঘুরে পড়ে যায়। তখন রাত ১২ টায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, তার স্ত্রী এখন ভাল আছেন। যে ছেলেটি ফোন করেছিলো তাকে বোয়ালিয়া থানা পুলিশ দুর্গাপুর থেকে আটক করেছে। তবে ইন্টারনেট থেকে ফোন করায় কোন নম্বর ওঠেনি। তাই যাচাই বাছাই করা হচ্ছে।’ এদিকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন বোয়ালিয়া থানা পুলিশ। তবে এ বিষয়ে এমপির দেয়া তথ্যের সঙ্গে পুলিশের দেয়া তথ্যের গড়মিল রয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মনকে একাধিকবার সরকারী মোবাইলে ফোন করা হলে তিনি কল রিসিভ করেন নি।
এদিকে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাসমত আলী জানান, গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাকিন নামের এক যুবককে আটক করে নিয়ে যায় । তবে আমাদের সহযোগিতা চেয়েছিল। দুর্গাপুর থানা পুলিশের সহযোগিতা আটক করেন মোস্তাকিনকে। আটক করে নিয়ে গেছে। তবে কেন কি কারণে আটক করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ওসি। এ বিষয়ে কথা কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন বলেন, আমি ঢাকায় আছি।
১ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ তাকে মোস্তাকিনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এর বেশি কিছু বলতে নারাজ তিনি। এদিকে গণমাধ্যমকে রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সংসদ সদস্য আয়েন উদ্দীন বোয়ালিয়া মডেলে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি যাচাইবাছাই করে ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেন একটি গুরুত্ব পূর্ণ রহস্য ধামাচাপা দিতে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মনকে ব্যবহার করছেন এমপি আয়েন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি নিবারণ চন্দ্র বর্মনের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি। সংরক্ষিত গণমাধ্যম সুত্রঃ মামলা ছাড়াই মোস্তাকিনকে গত প্রায় ৩০ ঘন্টা আটক রাখেছেন বোয়ালিয়া থানা পুলিশ। এখনো তাকে চালান না দিয়ে অন্যভাবে ফাঁসানো চেষ্টার করছেন বলে অভিযোগ করেছেন মোস্তাকিনের পরিবার। এর আগেও গুরুপূর্ণ অভিযোগ রয়েছে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মনের বিরুদ্ধে।
জেএন