1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তা আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫ অপরাহ্ন

অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তা আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সাড়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তাসহ ২ জনকে আটক করেছে জেলা প্রশাসন।
রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাট্টলী সার্কেল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন ও তার আগের কর্মস্থলের সহযোগী এমদাদ হোসেন।
জানা গেছে, আটককৃত শাহাদাত হোসেন বর্তমানে কাট্টলী সার্কেল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা। এর আগে মহানগরের আগ্রাবাদ সার্কেলের দক্ষিণ পাহাড়তলি ভূমি অফিসে ছিলেন তিনি। সে সময় তার সহযোগী এমদাদসহ ভূমি উন্নয়ন করের চালান জালিয়াতির মাধ্যমে ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করে।
এদিকে ভূমি উন্নয়ন করের টাকা সরকারের কোষাগারে চালানের মাধ্যমে জমা দেয়ার নিয়ম থাকলেও তারা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়াও কর্ণফুলী ভূমি অফিসের আওতায় শিকলবাহা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সুমন চৌধুরী দুই দফায় ভূমি উন্নয়ন করের ১ কোটি ২ লাখ টাকা আত্মসাৎ করে। তিনি এসব অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে চালান জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। পরে বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছি। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি এলএ শাখায় দুর্নীতির কারণে দুই দালালসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, শাহাদাতকে নগরীর ডবলমুরিং থানায় এবং এমদাদকে দুদকের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST