রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত রবিবার (১৪ নভেম্বর) বিকেল ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মোঃ শামিনুল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার কয়েরদাঁড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন মোঃ সাইদুল ইসলাম(৫৫), মোঃ শাহিন(৩৮), মোঃ শহিদুল ইসলাম(৩৪), মোঃ কামাল হোসেন(৪৫), মোঃ ইউসুফ(৪০), মোঃ নুরুল হক(৫২), মোঃ আমিরুল(৫৫),মোঃ সিরাজ আলী(৫৭), মোঃ মানিক(৪২) ও মোঃ ফজলু(৪৫) । এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএ/