1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে সরকারি অফিসে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সরকারি অফিসে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে ও ‘শেখ হাসিনা লীগ’র পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে সিরাজগঞ্জ বিএডিসি সরকারি অফিসে চাঁদার টাকা নিতে গেলে তাদেরকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে ফিরোজ ও তার ভাই এস এম রেজা।

বিএডিসি অফিসের নির্বাহী প্রকৌশলী মাজুদ আলম জানান, প্রথমে ফোনে ‘শেখ হাসিনা লীগ’ নামের একটি সংগঠনের নাম দিয়ে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠায়। পরে রোববার দুপুরে প্রতারক সহোদর দুই ভাই ফিরোজ ও রেজা এসে পার্টির প্রোগ্রাম করতে হবে বলে দশ হাজার টাকা দাবি করে। এ সময় ফিরোজ এই সংগঠনের কর্মী পরিচয় দিয়ে সভাপতি বর্তমান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা পাঠিয়েছেন বলে দাবি করেন। পরে হাসনা হেনাকে বিষয়টি জানালে এ ব্যাপারে তিনি এ ধরনের কোন সংগঠন নেই বলে জানান। পরে পুলিশকে খবর দিয়ে ফিরোজ ও রেজাকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা জানান, ‘শেখ হাসিনা লীগ’ বলে কোনও সংগঠন নেই। এক ধরনের প্রতারক চক্র এই কাজ করে আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করছে ও আমাদের নেতাকর্মীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তাদেরকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। আটককৃতরা আপন দুই ভাই। এ ধরনের অনৈতিক কাজে এর আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST