চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ সাদ্দাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মিলনচর গ্রামের নামাবটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে দুটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজশাহীর র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মিলনচর গ্রামের নামাবটতলা মোড়ে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাতেই কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিবের নেতৃত্বে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে ওই যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতার যুবক উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কে.ডি.সি পাড়ার বাসিন্দা। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
জেএন