নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে হোসেন ২৮ নামের এক মাদক ব্যববায়ীকে আটক করেছে পুলিশ।
আটক হোসেন নগরীর শাহমখদুম থানার ভুগরইল মোড় এলাকায় সাইদুলের ছেলে। শনিবার বিকেল ৫টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে মাদক ব্যবসায়ীকে হোসেনকে ধরতে বায়া পুলিশ ফাঁড়ির এএসআই শফিউল সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, হোসেন কে ধরার চেষ্টা কয়েকদিন থেকে করা হচ্ছে। কিন্তু তাকে ধরা যাচ্ছিল না। এর আগে হোসেন পুলিশের হাত থেকে বাঁচতে পাবলিকের মোটরসাইকেল নিয়ে পালিয়ে ছিল। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হোসেন মাদকের ব্যবসার সাথে জড়িত।
খবর২৪ঘণ্টা/এমকে