সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্কে আকস্মিকভাবে আগুন লেগে পার্কের কাশবন পুড়ে ছাই হয়েছে। তবে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকোপার্কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফোন পেয়ে উল্লাপাড়া ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দর্শনার্থীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুনে কাশবন পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কাশবন পুড়ে যাওয়া ছাড়াও ইকোপার্কে অন্য কোনো ক্ষতি হয়নি।
খবর২৪ঘণ্টা.কম/নজ