আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২১ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
৯ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১০ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা- ২০২১ উপলক্ষে রাজশাহী জেলা পুলিশে কর্মরত সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)পুলিশে কর্মরত সনাতন ধর্মাবলম্বী পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
উপহার প্রদান শেষে উপস্থিত,সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে দুর্গাপূজা উৎসব পালনের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলমসহ রাজশাহী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।