রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৩০০ গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও মাদক বহন কাজে ব্যবহৃত
মোটরসাইকেল উদ্ধার আটক ১ জন। রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)
জনাব মোঃ মশিয়ার রহমান সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/এএসএম সাইদুজ্জামান ও ফোর্সসহ
মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ( ৬ অক্টোবর) রাতে বোয়ালিয়া থানাধীন শালবাগান সাকিনস্থ “বেলা শেষে ঐ-২৯৫” নামক মহিলা মেসের সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ শরিফুল ইসলাম (২৭), পিতা-মোঃ নাইমুল হক, মাতা-বুলবুলি বেগম, সাং-মুন্ডুমালা (উত্তরপাড়া), থানা-তানোর, জেলা-রাজশাহী, বর্তমান শাশুড়ীর বাড়ী-মোসাঃ ফাহিমা খাতুন, শশুর-মোঃ রেজাউল করিম, সাং-ছোটবনগ্রাম বাইপাস, থানা-চন্দ্রিমা,
মহানগর রাজশাহীকে মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক হয়। মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝুলানো একটি প্লাষ্টিকের তৈরি বাজার করা ব্যাগের মধ্যে কালো পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো ১৩০০ (এক হাজার তিনশত) গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য-১৫,৪০০/- টাকা এবং
মোটরসাইকেলের মূল্য-১,২৫,০০০/- টাকা। এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।
জেএন