গত ২৪ ঘন্টায় (৬অক্টোবর) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৮ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৮ জন, দুর্গাপুর থানা ১১ জন, পুঠিয়া থানা ৭ জন ও চারঘাট মডেল থানা ৪ জনকে আটক করে।
যার মধ্যে ৩১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও ০৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং মোঃ কারফুল ইসলাম(৪৯) এবং ২নং মোঃ রইচ উদ্দিন(৪৪) কে ৪ লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ জাফর শাহ @ জালফোর(৩৫) কে ১২.০০গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আমিনুল হক(৪৬) এবং ২নং মোঃ শহিদুজ্জামান রকেট(৩৫) কে ৭৫.৬৪কেজি কীটনাশকসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।