রাজশাহীর পুঠিয়ায় জাল নোটসহ মোঃ আজমির হাসান হারান(২৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। মঙ্গলবার (০৫ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সন্ধা ৭টার দিকে র্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়ার নামাজগ্রাম এলাকায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে এবং ৪২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিএ/