বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় টেন্ডার ছাড়াই বিভিন্ন প্রজাতির সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বনবিভাগের বিরুদ্ধে। পুকুর সংস্কারের অজুহাতে শুক্রবার দপ্তরটির নিজস্ব চত্ত্বরের পুকুর ধারে থাকা এসব গাছ কাটা হয়। ওই দিন স্থানীয় চার শ্রমীক এ গাছগুলো কাটেন। তবে অভিযোগ অস্বীকার করে বিধি সম্মতভাবে গাছগুলো কাটা হয়েছে বলে দাবি করেছেন বনকর্মকর্তা ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে বনবিভাগ চত্ত্বরের একটি পুকুর ধারে গাছগুলো বেড়ে ওঠে। ১৫ থেকে ২০ বছর বয়সের সাতটি গাছ বনকর্মকর্তার (ভারপ্রাপ্ত) জাহেদুল ইসলামের নির্দেশে শুক্রবার কেটে ফেলা হয়। গাছ গুলোর মধ্যে একটি আমগাছ, দুইটি কাঁঠাল গাছ, একটি শিমুল গাছ, দুইটি খেজুর গাছ ও একটি খয়ের গাছ রয়েছে । তবে গাছ কাটার বিষয় সংক্রান্ত কোন টেন্ডার দেওয়া হয়নি। এদিকে বনকর্মকর্তার নির্দেশে ওই গাছ গুলো কাটার কথা স্বীকার করেছেন শ্রমীকরা। বিধি সম্মতভাবে গাছ গুলো কাটা হয়েছে কিনা জানতে চাইলে উপস্থিত কর্মরত বন প্রহরি নসরত জামান মৃধা এ বিষয়ে তিনি কিছুই জানেননা বলে জানান।
এ ব্যাপারে বনকর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহেদুল ইসলাম মুঠোফোনে বলেন, পুকুর সংস্কারের প্রয়োজনে ঝুঁকিপূর্ন হেলেপাড়া গাছগুলো কাটা হয়েছে। তবে বিধি সম্মতভাবে গাছের নম্বর দিয়ে উর্দ্ধোতন কর্মকর্তার নির্দেশে গাছ গুলি কাটা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী একটি মিটিং রয়েছে। সেদিন কাটা গাছ গুলো বিক্রির সিদ্ধান্ত নেয়া হবে। তবে গাছ কাটার ব্যাপারে কোন টেন্ডার হয়নি বলে তিনি স্বীকার করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ