পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ হাসান(২৮) নামের এক ইটবাহী ট্রলির চালক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নন্দনপুর সড়কের পার্শ্বে হাতিনাদা চকপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক হলেন, বাগমারা উপজেলার জগোপাড়া গ্রামের আনছের আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার উপ-পরিদর্শক বজলুর রশিদ।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জাহিদ হাসান, বাশবাড়ি এলাকা থেকে ইট বোঝাই ট্রলি নিয়ে বিড়ালদহ মাজার রোড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে একটি বাড়ির ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাক্ততভাবে আহত হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় এক জন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এব্যপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং মৃতের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশের ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।খবর২৪ঘণ্টা.কম/রখ