নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রশ্নপত্র ফাঁসকারী সন্দেহে আটক নারীর পরিচয় পাওয়া গেছে। ওই নারী নগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে ও রাজশাহী সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
এর আগে রাবেয়া ইসলাম রিয়া (১৯) নামের ওই কলেজ ছাত্রীকে শনিবার সকাল ১০টার দিকে নগরীর পিএন বালিকা বিদ্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশে দিয়েছে অভিভাবকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ১০টায় গণিত পরীক্ষা শুরু হয়। এর আগে কেন্দ্রের সামনে বসে এক পরীক্ষার্থীকে প্রশ্ন সমাধান করে দিচ্ছিলেন ওই ছাত্রী। বিষয়টি বুঝতে পেরে অন্য পরীক্ষার্থীরা অভিভাবকরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিভাকরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আমানুল্লাহ বলেন, পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে