রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় থেকে অপহরণের দুই দিন পর কলেজ ছাত্রীকে রাজশাহী জেলার তানোর এলাকা থেকে উদ্ধার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহারণকারী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হামিম হোসেন নিলয় (২২)।
পুলিশ জানায়, কলেজ ছাত্রী রিয়া (ছদ্মনাম) কোচিং ও প্রাইভেটে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে হামিম হোসেন নিলয় রিয়াকে উত্ত্যক্ত ও বিয়ের প্রলোভন দিয়ে আসছে। বিষয়টি নিলয়ের পরিবারকে জানালে তারা এ বিষয়ে তমন গুরুত্বদেয় না। এরপর গত ১২ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় থেকে কলেজ ছাত্রী রিয়াকে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার পর থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিট এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারে অভিযানে নামে। পরে পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে রাজশাহী জেলার তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হামিম হোসেন নিলয়কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর