রাজশাহী মহানগরীতে নারীর গোপনে ধারণকৃত আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে রাতুল (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সাইবার স্পেসে হয়রানির শিকার হওয়া ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আটক যুবক রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর পদ্মা আবাসিক এলাকার সোহেল রানার ছেলে।
ওই নারী অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি থেকে গোপনে ধারণকৃত তার আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। অসহায় নারীর সামাজিক মর্জাদা ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় গত ২৭ আগস্ট বাংলাদেশ পুলিশের ওপুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন ফেসবুক পেজে প্রতিকার চেয়ে অনুরোধ করে।
অভিযোগের প্রেক্ষিতে ওই নারী ভিকটিমের দেয়া তথ্য প্রমাণ পর্যালোচনা করে নিয়ামুল হোসেন রাতুলের বিরূদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিম চন্দ্রিমা থানায় এসে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে রাতুলকে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ বুধবার তাকে আটক করা হয়। তাকে বুধবার দুপুর ২টার দিকে চন্দ্রিমা থানার জামালপুর চকপাড়া হতে গ্রেফতার করা হয়। আসামীর বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এস/আর