রাজশাহীর চারঘাটে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ মনিরুল ইসলাম ওরফে জনি (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক রাজশাহীর চারঘাট উপজেলার নতুনপাড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ১১ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী বটতলা মোড়ে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি চারঘাট থানাধীন নন্দনগাছী বটতলা মোড়ে পৌঁঁছে মনিরুলকে এক কেজি হেরোইনসহ আটক করে। তার দেহ তল্লাশী করে এ হেরোইন উদ্ধার করা হয়। আটক হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার চারঘাট থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে। হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে সে নিজের কাছে রেখেছিল।
এস/আর