রাজশাহী মহানগরীতে মোহাম্মদ ইয়াহিয়া (৪৩) নামের জামায়াতের এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তিনি নগরের বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী। আটক জামায়াত নেতা রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম এলাকার মহসিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গত শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার নাশকতা মামলার আসামী জামায়াতের সক্রিয় সদস্য মোহাম্মদ ইয়াহিয়াকে বড়বনগ্রাম নামোপাড়া এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানায়, তিনি জামায়াতের সক্রিয় সদস্য। আসামীকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এস/আর