রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। শেষ ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে আরো ১৭৪ জনের করোনা শনাক্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৪৭১ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬২২ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৩৭৭ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৭ জন, বাঘা উপজেলায় ৭৪৩ জন, চারঘাট উপজেলায় ৭৪৩ জন, দুর্গাপুর উপজেলায় ৫৭৫ জন, পুঠিয়া উপজেলায় ৬৬০ জন, পবা উপজেলায় ৬৪৮ জন, তানোর উপজেলায় ৪৫৩ জন, গোদাগাড়ী উপজেলায় ৫১৪ জন ও মোহনপুর উপজেলায় ৪০৭ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৭৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৪৭১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬২২ জনের। এদিন নতুন করে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯০ হাজার ৬১১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৩৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৫২৩ জন, নওগাঁ ৬৩২১ জন, নাটোর ৮১৪০ জন, জয়পুরহাট ৪৫১১ জন, বগুড়া জেলায় ২১ হাজার ১৩৩ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ৭৪ জন ও পাবনা জেলায় ১২৩৯৯ জন। মৃত্যু হওয়া ১৬২২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩০১ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫২ জন, নওগাঁ ১৩৯ জন, নাটোর ১৭০ জন, জয়পুরহাট ৫৬ জন, বগুড়া ৬৬৯ জন, সিরাজগঞ্জ ৯৫ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১০৬৪৭ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।