1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিমানের পাইলট নওশাদের মরদেহ দেশে আনা হয়েছে - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

বিমানের পাইলট নওশাদের মরদেহ দেশে আনা হয়েছে

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২ সেপটেম্বর, ২০২১

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে (বিজি-০২৬) মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের দোহা থেকে ফিরতি ফ্লাইটটি নাগপুরে থামবে। ওই ফ্লাইটে ক্যাপ্টেন নওশাদের মরদেহ বাংলাদেশে আনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় ক্যাপ্টেন নওশাদকে।

বাদ জোহর বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকাতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে ক্যাপ্টেন নওশাদকে।

ভারতের নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যু হয়। গত শুক্রবার সকালে বিমানের একটি ফ্লাইটে ওমানের মাসকাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল। ভারতের আকাশসীমায় থাকা অবস্থায় ৪৪ বছর বয়সী এই পাইলট হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। পরে বিমানটিকে মহারাষ্ট্রের নাগপুরের বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

ক্যাপ্টেন নওশাদ ২০১৬ সালের ২২ ডিসেম্বর বিমানের আরেকটি ফ্লাইট জরুরি অবতরণ করিয়ে ১৪৯ জন যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST