নাটোরের বড়াইগ্রামে বিয়ের প্রলোভনে পড়ে ধর্ষিত হয়ে এক কিশোরী (১৬) এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতিতা কিশোরী উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আজ বুধবার স্থানীয় সংবাদ কর্মীদের ডেকে কিশোরী ও তার বাবা জানান, মোবাইল ফোনে পাশ্বর্তী ঈশ্বরদী থানার চর-রুপপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে মাহফুজ বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ওই যুবক একাধিক বার শারীরিক সম্পর্ক করে। এতে কিশোরী অন্তঃত্ত্বা হয়ে যায়। পরে ওই কিশোরীর শারীরিক সমস্যার সৃষ্টি হলে তার মা ও দাদীর কাছে সব খুলে বলে।
এমতাবস্থায় মাহফুজ বিশ্বাসকে সম্প্রতি ভিকটিমের নিজ বাড়িতে ডেকে তার ৫ মাসের অন্তঃত্ত্বা বিষয়টি জানিয়ে বিয়ের কথা বললে মাহফুজ অস্বীকৃতি জানায়। পরে কিশোরীর পরিবারের চাপে বাধ্য হয়ে উভয়পক্ষের অভিভাবক ডেকে একজন মাওলানা ডেকে মাহফুজের সাথে বিয়ে দেন। কথা থাকে বিয়ের বয়স পূর্ণ হলে বিয়ে রেজিষ্ট্রি করা হবে। কিন্তু বিয়ের একদিন পর মাহফুজ নিজ বাড়ি ফিরে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। একই সাথে তার অভিভাবকরাও বিয়ের বিষয়টি অস্বীকার করছেন। এপরিস্থিতিতে প্রশাসন ও সাংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন ওই কিশোরীর পরিবার। বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, থানায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এস/আর