রাষ্ট্রদোহ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুসহ তিন নেতা জামিন পেয়েছেন। অন্য নেতারা হলেন, রাসিকের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক এড. শফিকুল হক মিলন।
আজ বুধবার দুপুরে ঢাকা হাইকোর্ট বিভাগের ৩২ নাম্বার বেঞ্চে ভার্চুয়ালি শুনানি শেষে জামিন পান তারা। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার এজে মোহাম্মদ আলী। একই মামলায় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিন না ধরায় জামিন তিনি পাননি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান।
এস/আর