নিজস্ব প্রতিবেদক: নাশকতার সন্দেহে রাজশাহীর নিউমার্কেট এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াতের রোকন আবু বক্কর সিদ্দিকসহ (৫৬) দুইজনকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটক অপরজন হলেন- ছাত্রশিবির কর্মী আকাশ (২৬)।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বিএনপির কর্মসূচি পালনের পর পুলিশি টহল চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা নাশকতা চালানোর জন্য জড়ো হয়েছিলো। বর্তমানে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জনি খবর২৪ ঘণ্টাকে বলেন,আবু বক্কর সিদ্দিক জামায়াতের রোকন নয়, তিনি হলেন পবা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক যুবদল পবা থানা সভাপতি।
খবর২৪ঘণ্টা.কম/নজ