দুর্গাপুরে ঝর্না(২৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
শনিবার ৬ টার দিকে উপজেলার দুর্গাপুর পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ঝর্ণা বেগম ওই এলাকার মোঃ মুরশেদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ঝর্ণা বেগম একজন গৃহিণী । তার স্বামী ও সন্তানসহ তিনি একাই বাড়িতে থাকেন। শনিবার বিকালে ঝর্নাকে অনেক ডাকাডাকি করে ও দরজায় অনেক ধাক্কাধাক্কি করে কোনো সাড়া না পাওয়ায় থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঝুলন্ত অবস্থায় ঝর্নার লাশ উদ্ধার করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ঝর্না বেগমের ঝুলন্ত লাশ তার নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করে। তার মৃত্যুটি আত্মহত্যা নাকি হত্যা সেটি নিশ্চিতের জন্য লাশ ময়নাতদন্তের ঘটনাস্থলে রয়েছে।