গোমস্তাপুরে হোগলা দামস বিলে গোসল করতে নেমে হাফসা খাতুন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে (১২.৩০ মি:) উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তম গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাফসা খাতুন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তম গ্রামের এসতারুল হকের মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে হোগলা দামস বিলে সে গোসল করার জন্য যায় এবং সিঁড়িতে পিচ্ছিল খেয়ে পানিতে তলিয়ে যায়। পরে তার মা ও আত্মীয়রা অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।