রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, জাফর(৪৩), মাসুদ(৩৫), বাহাদুর(৩৫), সাজ্জাদ(৩৫), আনোয়ার হোসেন(৩২), হাসিবুর(২৮), পিন্টু(২৭), সজিব(২৭) ও মোস্তাফিজুর রহমান(২৮)। আটক সবার বাড়ি রাজশাহী কাটাখালি থানার।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাত পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে
কাটাখালী থানাধীন কাকাইল গ্রামস্থ জনৈক মোঃ শাহিন(৪৫), পিতা-মৃত নবির এর নির্মানাধীন আধা পাকা বাড়ীর দক্ষিন দুয়ারী রুম থেকে ১০ জন জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর