রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানার নাশকতা মামলার আসামী শিবিরের এক সক্রিয় কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিম পাড়া মৃত আব্দুল করিমের ছেলে বেলাল হোসেন চৌধুরী জীবন (২৪)।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ৩ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিম পাড়া এলাকা থেকে রাজপাড়া থানার নাশকতা মামলার আসামী ও জামায়াত শিবিরের সক্রিয় কর্মী বেলাল হোসেন চৌধুরীকে আটক করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর