রাজশাহীর পুঠিয়ায় যৌন উত্তেজন ট্যাবলেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভুয়া চিকিৎসকসহ দুই জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামের আ: রাকিবের ছেলে ফজলে রাব্বী ওরফে রাব্বী (২১) ও মৃত আব্দুল জব্বারের ছেলে আঃ রাকিব (৫০)। এ সময় সেখান থেকে ৬১ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩৬৬ পিস যৌন উত্তেজক ক্যাপসুল, বিএমডিসি ভুয়া সার্টিফিকেট ১টি (রেজিঃ নং-২৬৬৪৭, যার মূল মালিক ডঃ শামসুন্নাহার), (৪) বিসিএমডিসি ভুয়া সার্টিফিকেট ১ টি (যার রেজিঃ নং-০০০৫২০১৬), ভিজিটিং কাড১ বক্স, প্রেসক্রিপশন প্যাড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ আঃ রাকিব তার মমতা ফার্মেসীতে নিজে ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন যাবৎ সাধারণ লোকজনকে চিকিৎসা প্রদান করিয়া ক্ষতিগ্রস্থ করছে এবং একই স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অন্যান্য মাদক জাতীয় ওষুধ গোপনে এলাকার মাদক সেবীদের মধ্যে বিক্রয় করছে। এরপর র্যাবের ওই দলটি ফার্মেসীতে পৌঁছামাত্রই গ্রেফতারকৃত আসামী ফজলে রাব্বী রাব্বী ও আঃ রাকিব পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। রাকিব অবৈধ মাদকদ্রব্য ব্যবসার অন্তরালে নিজেকে ভুয়া এমবিবিএস ডাক্তার হিসাবে পরিচয় দিয়া প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সার্টিফিকেট ব্যবহার করে নিজের নামে ভিজিটিং কার্ড ও জনসাধারণের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেছে। য
আসামীদের বিরুদ্ধে রাজাশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর