নাটোর প্রতিনিধি: জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদন্ডাদেশের প্রতিবাদে নাটোর শহরের দত্তপাড়া ,বনবেলঘরিয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি কর্মীরা।
শুক্রবার জুম্মার নামাজের পর মিছিল বের করে বিএনপির সমর্থরা। এর আগে সকালে শহরের দত্তপাড়া বাজার থেকে একটি মিছিল বের করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মিছিলটি বাজারে গিয়ে শেষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নাশকতা ঠেকাতে পুলিশ মোতায়েন রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ