1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
করোনা

রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে। শেষ ২৪ ঘণ্টায় ২৫৯ জনের করোনা শনাক্ত ও ৬ জনের মৃত্যু হয়েছে। যা গত কয়েক মাসের তুলনায় কম। তার আগের দিন বিভাগে নতুন করে ৭৭২ জনের করোনা শনাক্ত ও ১৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৭ হাজার ৬১৭ জন। এদিন গত দিনের থেকে ৫১৩ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৪০৫ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ১৮৭ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ২০ হাজার ২৬০ জন। বাঘা উপজেলায় ৬৬২ জন, চারঘাট উপজেলায় ৭২০ জন, পুঠিয়া উপজেলায় ৬৩৩ জন, দুর্গাপুর উপজেলায় ৫২৬ জন, বাগমারা উপজেলায় ৪৫৫ জন, মোহনপুর উপজেলায় ৩৯১ জন, তানোর উপজেলায় ৪২৫ জন, পবা উপজেলায় ৬৩৮ জন ও গোদাগাড়ীতে ৪৭৮ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৯ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। এদিন নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৫৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৭ হাজার ৬১৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪০৫ জনের। এদিন নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৪ হাজার ৮৫২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৫ হাজার ১৮৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫১৮৩ জন, নওগাঁ ৬০৫৮ জন, নাটোর ৭২৩২ জন, জয়পুরহাট ৪২৬৫ জন, বগুড়া জেলায় ১৯ হাজার ৫৩৫ জন, সিরাজগঞ্জ ৯৩৭৮ জন ও পাবনা জেলায় ১০৭৩৭ জন। মৃত্যু হওয়া ১৪০৫ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৫৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৩ জন, নওগাঁ ১২৪ জন, নাটোর ১৩১ জন, জয়পুরহাট ৫২ জন, বগুড়া ৫৯২ জন, সিরাজগঞ্জ ৭৫ জন ও পাবনায় ৩৫ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৩৩৬০ জন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST