রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল, শুটারগান, ম্যাগজিন ও গুলিসহ রাজিব মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক শেরপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের মোক্তার আলীর ছেলে। গতকাল বুধবার বিকেলে নগরীর শাহমখদুম থানাধীন আলিফ লাম মীম ভাটার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরী শাহমখদুম থানাধীন ভাটারমোড়ে বিমান চত্বরের সম্মুখে ১ জন ব্যক্তি মাদকদ্রব্য নিয়া অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি ভাটার মোড়ে গেলে ১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করাকালে তাকে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ আটক করা হয়।
এস/আর