রাজশাহীর দুর্গাপুরে আটোগাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বদির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি আটোগাড়ি আলীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় দুর্গাপুরগামী মোটরসাইকেল ও আটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পাশের পুকুরে পড়ে যায়। এতে মোটরসাইকেলের চালক ও আটোগাড়ির এক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে আহতদের পরিচয় তৎক্ষনাৎ জানা যায়নি।
এস./আর