রাজশাহীর গোদাগাড়ীতে ৩০ লাখ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইনসহ রবিউল আওয়াল সুমন (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক গোদাগাড়ী উপজেলার মাধবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সারউইল গ্রামে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানার পর র্যাব তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এস/আর