রাজশাহীর মোহনপুরে ৫১০ পিস ইয়াবাসহ আজমল (৩৬) নামের একব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি রাজশাহীর মোহনপুর উপজেলার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন তাহেরপুর
পাকুড়িয়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ আজমলকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর