রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ বুধবার সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযাহা। করোনা মহামারীর কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে ঈদগাহে নামাজ পড়ার নির্দেশনা দেয়া হয়
সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা থাকলেও বিভিন্ন স্থানে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। সকাল আটটায় রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ছাড়াও জেলার নয়টি উপজেলা ও পৌরসভা এলাকায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামায অনুষ্ঠিত হয়।
ঈদের নামায আদায়ের পরে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পশু কুরবানী করে।
এস/আর