রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলোপমেন্ট ইনটিয়েটিভের (এমআরডিআই) যৌথ উদ্যোগে রোববার সকালে ‘ফেক নিউজ এ্যান্ড ফ্যাক্ট চেকিং’ ওয়েবনিয়ার অনুষ্ঠিত হয়েছে।
বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফপি বাংলাদেশের ফ্যাক্টচেক সম্পাদক কাদিরুদ্দিন শিশির।
ওয়েবনিয়ারে কাদিরুদ্দিন শিশির বলেন, কিছু মানুষ অথবা গোষ্ঠী যারা ইচ্ছাকৃতভাবে কোন স্বার্থের জন্য ভুল তথ্য, ছবি অথবা ভিডিও সমাজে ছড়িয়ে দেয়। সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে এগুলো যাচাই করে শেয়ার করা জরুরি।
কাদিরুদ্দিন শিশির আরও বলেন, অনলাইনের বিভিন্ন টুলস যেমন বিন, ইয়ানডেস্ক, টিনআই, বাইদুর, গুগল রিভার্স ইমেজ, সাহায্যে বিভিন্ন ছবি ও ভিডিও এর ফ্রেম এর সঠিক সময়, স্থান ও তথ্য জানা যায়। এতে বর্তমানে শেয়ার হওয়া ঘটনা ও বিভিন্ন টুলসের সাহায্যে প্রাপ্ত তথ্যের মিল-অমিল খুজে ফ্যাক্ট ভেরিফিকেশন সম্ভব হয়।
ওয়েবনিয়ারে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভলোপমেন্ট ইনিটিয়েটিভের (এমআরডিআই) এক্সিকিউটিভ ডিরেক্টর হাসিবুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদ, অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক নাজিয়াত হোসাইন চৌধুরী, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ূম, সহকারী অধ্যাপক আমেনা খাতুনসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
এস/আর