রাজশাহী মহানগরীতে দুইটি এলইডি মনিটর সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলো, রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া মিজানের মোড়ের মোঃ বাবর আলীর ছেলে রকিউল রকি (২৫)।
জানা গেছে, ১৬ জুন বোয়ালিয়া থানার এসআই জাকির হোসাইন ও তার টিম রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত ডিউটি পরিচালনা করছিলো। রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রবেশ গেটের সামনে মোঃ রকিউল রকিকে সন্দেহ হলে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে দুইটি এলইডি মনিটর সহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী রকিউল রকিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত কম্পিউটার সরঞ্জামাদি গুলোর বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর