রাজশাহী মহানগরীতে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার মান্দা থানার হাটর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ওবাইদুর রহমান বুলবুল (৩৭) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-শহর ১ নং সেক্টরের মৃত ওবাইদুল্লাহর ছেলে সাইফুর রহমান তুষার (২৪)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার উপশহর কেন্দ্রীয় ঈদগাহের পাশে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবন্থান করছে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের ওই দল বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছে আসামী ওবাইদুর রহমান বুলবুল ও সাইফুর রহমান তুষারকে গ্রেফতার করে। এ সময় তল্লাশী করে তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এস/আর