রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১১৬৯ জনের করোনা শনাক্ত ও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭০ হাজার ২৫৭ জন। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এদিন গত দিনের থেকে ১৬১ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১১০৮ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৯৬ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৬ হাজার ৮৩৯ জন। বাঘা উপজেলায় ৪৯৯ জন, চারঘাট উপজেলায় ৫৮৭ জন, পুঠিয়া উপজেলায় ৫৩৪ জন, দুর্গাপুর উপজেলায় ৪৩৯ জন, বাগমারা উপজেলায় ৪০৬ জন, মোহনপুর উপজেলায় ৩২৪ জন, তানোর উপজেলায় ৩৬৩ জন, পবা উপজেলায় ৫২০ জন ও গোদাগাড়ীতে ৩৮১ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৮ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১৬৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭০ হাজার ২৫৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১০৮ জনের। এদিন নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৭ হাজার ৮৪২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২০ হাজার ৮৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৫৯০ জন, নওগাঁ ৫৩৮২ জন, নাটোর ৫৩৪৭ জন, জয়পুরহাট ৩৯২১ জন, বগুড়া জেলায় ১৬ হাজার ৩৭০ জন, সিরাজগঞ্জ ৬১৬৫ জন ও পাবনা জেলায় ৭৫৪৪ জন। মৃত্যু হওয়া ১১০৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ১৯৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১২৩ জন, নওগাঁ ১০৭ জন, নাটোর ৯০ জন, জয়পুরহাট ৪৬ জন, বগুড়া ৪৭৬ জন, সিরাজগঞ্জ ৩৭ জন ও পাবনায় ৩০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৩ হাজার ২৪৬ জন।
এস/আর