রাজশাহীর পুঠিয়ায় ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব। আজ সোমবার দুপুর ১টার দিকে পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পুঠিয়ায় বাজার এলাকা ট্রাকের করে বিপুল
পরিমাণ মাদক নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা, ২ বোতল ফেন্সিডিল, ভ্রমণ ভ্যাগ ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করে।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এস/আর