রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ২০ জনের মৃত্যু ও নতুন করে ১৩৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৮ হাজার ৫৩ জন। নতুন করে ২০ জনের মৃত্যু হয়েছে। এদিন গত দিনের থেকে ১৫৬ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১০৭৪ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৩২০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৬ হাজার ৩৭১ জন। বাঘা উপজেলায় ৪৮২ জন, চারঘাট উপজেলায় ৫৬৩ জন, পুঠিয়া উপজেলায় ৫০৬ জন, দুর্গাপুর উপজেলায় ৪২৪ জন, বাগমারা উপজেলায় ৩৯৪ জন, মোহনপুর উপজেলায় ৩২১ জন, তানোর উপজেলায় ৩৬০ জন, পবা উপজেলায় ৫১৬ জন ও গোদাগাড়ীতে ৩৭৯ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৩৩৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৮ হাজার ৫৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৭৪ জনের। এদিন নতুন করে ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৬ হাজার ৪২৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২০ হাজার ৩২০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৫২৪ জন, নওগাঁ ৫২৩৩ জন, নাটোর ৫১৪৩ জন, জয়পুরহাট ৩৮৫৭ জন, বগুড়া জেলায় ১৬ হাজার ৩৪ জন, সিরাজগঞ্জ ৫৯১৮ জন ও পাবনা জেলায় ৬৯৮২ জন। মৃত্যু হওয়া ১০৭৪ জনের মধ্যে রাজশাহী ১৯৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১২২ জন, নওগাঁ ১০২ জন, নাটোর ৮০ জন, জয়পুরহাট ৪৪ জন, বগুড়া ৪৬৯ জন, সিরাজগঞ্জ ৩৩ জন ও পাবনায় ৩০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯২ হাজার ৬১ জন।
এস/আর