চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ২ হাজার ৯৮৪ পিস ইয়াবাসহ বাদল (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ইসলামপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন কালইর বাজার এলাকায়
বিপুল পরিমাণ মাদকসহ একব্যক্তি অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল ২৯৮৪ পিস (যার আনুমানিক মূল্য ৮ লাখ ৯৫ হাজার ২০০ টাকা) সহ বাদলকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা দায়ের করা রয়েছে।
এস/আর