রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে অবস্থিত আরডি মার্কেটের সামনে থালা নিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আরডি মার্কেটের সামনে ব্যবসায়ী ও কর্মচারীরা মিলে বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় ব্যবসায়ী কর্মচারীরা নিজেদের দুরাবস্থার কথা তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেন।
ব্যবসায়ীরা তাদের দুরাবস্থার কথা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে তাদের দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান। লকডাউন এর ফলে তারা পরিবার-পরিজন নিয়ে দুরাবস্থার মধ্যে রয়েছে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান।
এস/আর