রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৪ জনের মৃত্যু ও ৯৯৭ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ৬৪৭ জন। নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদিন গত দিনের থেকে ২২৮ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ৯৮৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৫ হাজার ৩৪১ জন। বাঘা উপজেলায় ৪৪৮ জন, চারঘাট উপজেলায় ৫০৯ জন, পুঠিয়া উপজেলায় ৪৭৬ জন, দুর্গাপুর উপজেলায় ৩৯৯ জন, বাগমারা উপজেলায় ৩৮০ জন, মোহনপুর উপজেলায় ৩১৬ জন, তানোর উপজেলায় ৩৪৪ জন, পবা উপজেলায় ৪৮৬ জন ও গোদাগাড়ীতে ৩৬১ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৬ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। জেলায় মৃত্যু হয়েছে ১৭১ জনের।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯৯৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ৬৪৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮৭ জনের। এদিন নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪২ হাজার ৯৪৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৯ হাজার ৭০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৩৯০ জন, নওগাঁ ৪৯৮৯ জন, নাটোর ৪৫১১ জন, জয়পুরহাট ৩৬৯৬ জন, বগুড়া জেলায় ১৫ হাজার ৮৫ জন, সিরাজগঞ্জ ৫০৫২ জন ও পাবনা জেলায় ৮৫১৮ জন। মৃত্যু হওয়া ৯৮৭ জনের মধ্যে রাজশাহী ১৮০ জন, চাঁপাইনবাগঞ্জে ১১৯ জন, নওগাঁ ৯৪ জন, নাটোর ৬৫ জন, জয়পুরহাট ৩৪ জন, বগুড়া ৪৪০ জন, সিরাজগঞ্জ ৩০ জন ও পাবনায় ২৫ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৮৮ হাজার ৯০১ জন।
এস/আর