খবর২৪ঘণ্ট,আন্তর্জাতিক ডেস্ক: ঘন ঘন চোখ চলে যাচ্ছিল ব্রেকিং নিউজের দিকে৷ অস্থির হয়ে উঠছিলেন৷ বুঝতেই পারছিলেন দুঃসংবাদ আসছে৷ আশঙ্কা সত্যি হল৷ রাতভর নিদ্রাহীন খালেদা পুত্র তারেক রহমান লন্ডনেই জানলেন মায়ের জেল যাত্রার সংবাদ৷ এদিকে ফেসবুকে প্রতিক্রিয়া তারেক রহমান লিখেছেন ‘আমি তোমায় অনেক ভালবাসি মা’
চাঞ্চল্যকর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হল খালেদা জিয়ার৷ সেই খবরটি পেয়েই রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন তারেক রহমান৷ একই মামলায় আদালত তারেক রহমান সহ শীর্ষ বিএনপি নেতৃত্বকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত৷ তবে মামলায় খালেদা জিয়াই ছিলেন প্রধান আসামী৷
বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া৷ তিনি নিজেও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন৷ জিয়া দম্পতির একপুত্র আগেই মারা গিয়েছেন৷ তাঁর নাম আরাফত রহমান কোকো৷ অন্যপুত্র তারেক রহমান লন্ডন থেকেই বিএনপি দলের হয়ে কার্যভার সামাল দেন৷
জেলে যাওয়ার আগে বিএনপি জাতীয় কার্য নির্বাহী বৈঠকে ছেলের হাতেই দলের ভার অর্পণ করেছিলেন খালেদা জিয়া৷ তখন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সেই বৈঠকে যোগ দেন তারেক রহামন৷
সূত্রের খবর, ব্রিটেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের যাঁরা বিএনপি সমর্থক তাঁরা ইতিমধ্যেই তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন৷ ক্ষোভ ছড়িয়েছে সেখানেও৷ অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচন থেকে খালেদা জিয়ার মতো শক্তিশালী বিরোধী নেতৃত্বকে দূরে রাখতেই ক্ষমতাসীন আওয়ামি লিগ নোংরা রাজনীতি করেছে৷ যদিও বাংলাদেশ সরকারের দাবি, আইন মোতাবেক কাজ হয়েছে৷সৃত্র:কলকাতা২৪X৭
খবর ২৪ ঘণ্টা.কম/ জন