রাজশাহীর তানোরে আজ শনিবার বেলা ১১টার সময় লকডাউনের তৃতীয় দিনে মুন্ডুমালা হাটে হতদরিদ্র মানুষ,খুচরা দোকানদার ও ভিক্ষুকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসন , উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ।
বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার,পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উক্ত উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সহকারি কমিশনার(ভূমি) স্বীকৃতি কান্তি সাহা, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় স্বাস্হ্যবিধি না মানায় এ সময়ে ০৬ টি মামলায় ০৬ জন ব্যক্তিকে ৩১০০/- অর্থদন্ড প্রদান করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এস/আর