খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে যেতে হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এই অবস্থায় দলের নেতৃত্ব দেবেন একই মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতে খালেদার সাজা ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান। বিএনপির সবশেষ স্থায়ী কমিটির বৈঠকেই তারেক রহমানের নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সবশেষ বুধবার (৭ ফেব্রুয়ারি) খালেদা তার সংবাদ সম্মেলনেও বলেন, দলের নীতি-নির্ধারকরা যাকে নেতা নির্বাচিত করবেন, তিনিই নেতৃত্ব দেবেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ